ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিসের ১২টি খেলা সম্পন্ন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিসের ১২টি খেলা সম্পন্ন ছবি: সংগৃহীত

রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে ‘ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০১৬’। সাতদিন ব্যাপী এই প্রতিযোগিতা ১৯ নভেম্বর শেষ হবে।

রাজশাহী: রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে ‘ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০১৬’। সাতদিন ব্যাপী এই প্রতিযোগিতা ১৯ নভেম্বর শেষ হবে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত রাজশাহী ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের বালক এককে ৪টি, বালিকা এককে ২টি খেলা এবং বালক দ্বৈত ৪টি, বালিকা দ্বৈত ২টি সহ ১২টি খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলার ফলাফল:
চায়নার উজিআও চে স্বদেশি জিং ইয়াং কে ৬-৪, ৬-৪ সেটে পরাজিত করেন, ভারতের তানিশা কাশাপ চীনের জিয়াউই হু কে ৬-৪, ৭-৫ সেটে পরাজিত করেন, ভারতের কারান শ্রীভাস্তাভ স্বদেশি কৃষ্ণা আপ্যায়ন কে ৬-২, ৬-৪ সেটে পরাজিত করেন, ভারতের সিদ্ধার্ত ঠাকরান ইউএসের নিকি রেড্ডি কে ৬-২, ৬-৩ সেটে পরাজিত করেন।

এছাড়া, ভারতের রিসাভ সার্দা ইউএসের অর্জুন মারিয়াপ্পাকে ৩-৬, ৬-১, ৬-১ সেটে পরাজিত করেন, ভারতের মৃত্যঞ্জয় বাদোলা তারই দেশের অর্জুন চানাথিমিআহ হোনাপ্পা ৬-৪, ৬-১ সেটে পরাজিত করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ১৭ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ