স্পেনের নিকোলাস আলমাগ্রোর বিপক্ষে সরাসরি সেটে জিতলেও শেষ চারের টিকিট পেতে মারেকে ঘাম ঝরাতে হয়েছে। প্রতিদ্বন্বিতাপূর্ণ প্রথম সেটটি টাইব্রেকারে নিষ্পত্তি হয়।
শিরোপা ধরে রাখার মিশনে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রাখেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জোকোভিচ। র্যাংকিংয়ের ১০৩ নম্বরে থাকা চেক প্রজাতন্ত্রের ৩৮ বছর বয়সী রাডেক স্টিপানেককে ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে সেমিতে পা রাখেন সার্বিয়ান সেনসেশন।
বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের (১৬ জানুয়ারি শুরু) প্রস্তুতি সারতে শিরোপায় চোখ রাখছেন মারে-জোকোভিচ। ফাইনালে ওঠার লড়াইয়ে মারের প্রতিপক্ষ রাডেকের স্বদেশী টমাস বার্ডিচ। আর স্প্যানিশ ফার্নান্দো ভার্ডাস্কোর বিপক্ষে কোর্টে নামবেন ১২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী জোকোভিচ।
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ৬ জানুয়ারি, ২০১৭
এমআরএম