এই ইভেন্টে ছয়বারের শিরোপা জয়ী জোকোভিচের বিপক্ষে দ্বিতীয় সেটেই কেবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেন স্প্যানিশ ফার্নান্দো ভার্ডাস্কো। যেটি ট্রাইব্রেকারে ৭-৬ (৭-৪) গেমে নিষ্পত্তি হয়।
তৃতীয় রাউন্ড নির্ধারণীতে সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান জোকোভিচের সামনে উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিন। যিনি ক্রোয়েশিয়ান ইভান ডোডিগকে ৬-১, ৬-৪, ৩-৬, ৭-৫ গেমে হারিয়ে পরবর্তী ধাপে উত্তীর্ণ হন।
এর আগে ইউক্রেনের ইলায়া মার্চেনকোকে মারে, অস্ট্রিয়ান জার্গেন মেলজারকে ফেদেরার ও জার্মানির ফ্লোরিয়ান মেয়ারের বিপক্ষে জয় তুলে নেন নাদাল। দ্বিতীয় রাউন্ডে তিনজনের প্রতিপক্ষ যথাক্রমে রাশিয়ান আন্দ্রে রুবলেভ, যুক্তরাষ্ট্রের নোয়াহ রুবিন ও সাইপ্রাসের মার্কোস বাগদাতিস।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ১৭ জানুয়ারি, ২০১৭
এমআরএম
আরও পড়ুন...
** দুঃস্মৃতি পেছনে ফেলে দ্বিতীয় রাউন্ডে নাদাল
** দ্বিতীয় রাউন্ড নিশ্চিত ফেদেরারের
** জয়ে শুরু অ্যান্ডি মারের