ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

দাপুটে জয়ে সেমিতে সেরেনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
দাপুটে জয়ে সেমিতে সেরেনা সেরেনা উইলিয়ামস/ছবি: সংগৃহীত

গতবার জার্মান সেনসেশন অ্যাঞ্জেলিক কেরবারের কাছে ফাইনালে হারের হতাশায় ডুবতে হয়েছিল। এবার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা পুনরুদ্ধারে দুর্দান্ত গতিতে ছুটছেন সেরেনা উইলিয়ামস। ইতোমধ্যেই ব্রিটিশ নাম্বার ওয়ান জোহানা কন্তার বিপক্ষে দাপুটে জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন মার্কিন টেনিস আইকন।

টেনিসের উন্মুক্ত যুগে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স্লাম থেকে আর মাত্র দু’টি জয় দূরে ৩৫ বছর বয়সী সেরেনা। সেই লক্ষ্যে শেষ আটের লড়াইয়ে অনায়াসেই কন্তা বাধা অতিক্রম করেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় মাত্র ৭৫ মিনিটে সরাসরি সেট ৬-২, ৬-৩ গেমের জয়ে কোর্ট ছাড়েন উইলিয়ামস পরিবারের ছোট কন্যা।

ফাইনাল নিশ্চিতের ম্যাচে সেরেনার প্রতিপক্ষ ক্রোয়েশিয়ান মিরজানা লুসিক বারোনি। যিনি কোয়ার্টারের অপর ম্যাচে চেক প্রজাতন্ত্র তারকা ক্যারোলিন প্লিসকোভাকে ৬-৪, ৩-৬, ৬-৪ গেমে পরাজিত করেন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের কোকো ভান্ডেওয়েগের কাছে সরাসরি সেটে (২-৬, ৩-৬) হেরে শেষ ষোলো বা চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও বর্তমান বিশ্বসেরা কেরবার।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ২৫ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ