ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের মঞ্চে নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের মঞ্চে নাদাল ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেনে নিজেকে যেন নতুন ভাবেই আবিষ্কার করছেন রাফায়েল নাদাল। একের পর এক দুর্দান্ত জয়ে আসরটির ফাইনালে পৌঁছে গেলেন স্প্যানিশ তারকা। মৌসুমের প্রথম গ্র্যান্ডস্ল্যামের এই আসরে ফাইনালের শিরোপার জন্য নাদালের প্রতিদ্বন্দ্বী সুইস তারকা রজার ফেদেরার।

রড লাভার অ্যারেনায় পুরুষ টেনিসের একক ইভেন্টে শুক্রবার (২৭ জানুয়ারি) গ্রিগোর দিমিত্রোভের বিপক্ষে জয় পান ১৪টি গ্র্যান্ডস্ল্যামের মালিক নাদাল। তাতে প্রায় ৫ ঘণ্টা লড়তে হয় নাদালকে।

ফাইনালের টিকিট নিশ্চিতে নাদাল প্রথম সেটে ৬-৩ গেমে জয় নিশ্চিত করেন। দ্বিতীয় সেটে জয় তুলে নেন দিমিত্রোভ (৭-৫)। হাড্ডাহাড্ডি লড়াইয়ের তৃতীয় সেটে ৭-৬ গেমে জয় তুলে নেন নাদাল। ম্যাচ গড়ায় চতুর্থ সেটে। তাতে ৭-৬ ব্যবধানে জেতেন দিমিত্রোভ। শ্বাসরুদ্ধকর পঞ্চম ও শেষ সেটে ৬-৪ ব্যবধানে জয় নিয়ে ফেরেদারের প্রতিপক্ষ হিসেবে ফাইনালের টিকিট কাটেন নাদাল।

শীর্ষ দুই বাছাই অ্যান্ডি মারে ও নোভাক জোকোভিচ আরও আগেই বিদায় নিয়েছেন।

কোয়ার্টার ফাইনালে কানাডিয়ান তারকা তৃতীয় বাছাই মিলোস রাওনিককে সরাসরি সেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করেন সাবেক নাম্বার ওয়ান নাদাল।

ইনজুরি ও ফর্মের কারণে দীর্ঘদিন কোনো মেজর শিরোপার দেখা না পাওয়া নাদালের বর্তমান র‌্যাংকিং নম্বর নয়। তবে বছরের প্রথম এ গ্র্যান্ডস্ল্যামে প্রথম থেকেই বেশ শক্তির জানান দেন নাদাল। ২০১৪ সালের পর প্রথম কোনো গ্র্যান্ডস্ল্যামের শেষ চারে ওঠা নাদাল অস্ট্রেলিয়ান ওপেনে এ নিয়ে পঞ্চমবার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেন।

নাদাল এখন পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা একবারই জিতেছেন। ২০০৯ সালে সেবার ট্রফিটি জিতে পরের বছর ক্যারিয়ার স্ল্যাম পূর্ণ করেন।

সেমিফাইনালের ম্যাচে ওঠার আগে গ্রিগোর দিমিত্রোভ ১১তম বাছাই ডেভিড গফিনকে ৬-৩, ৬-২ ও ৬-৪ গেমে হারান।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ২৭ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ