যুক্তরাজ্যের কাইল এডমান্ডের বিপক্ষে পেরে উঠছিলেন না ১৭ বছরের শাপোভালোভ। প্রথম দুই সেটে হার মানেন ৬-৩, ৬-৪ গেমে।
অসাবধানতাবশত র্যাকেট দিয়ে সব রাগ ও হতাশা ঝাড়েন পকেটে থাকা বলের ওপর। বল গিয়ে আঘাত হানে চেয়ার আম্পায়ার আর্নোদ গ্যাবাসের চোখে। ভাগ্য ভালো যে, বড় কোনো ইনজুরির হাত থেকে এ যাত্রায় বেঁচে গিয়েছেন। ডিসকোয়ালিফাইড করা হয় শাপোভালোভাকে। উল্লেখ্য, ওয়ার্ল্ড গ্রুপে গ্রেট ব্রিটেনের কাছে ৩-২ ব্যবধানে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে কানাডা।
দ্রুতই সতর্কতামূলক চেকআপের জন্য তাকে কানাডার ওন্টারিওর ওটোয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চোখের কর্নিয়া বা রেটিনায় কোনো ক্ষতি হয়নি। ম্যাচ শেষে অবশ্য গ্যাবাসের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন শাপোভালোভ।
টেনিস আম্পায়ারের চোখে বলের আঘাতের ভিডিও:
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ৭ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম