ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

অঘটনের শিকার ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
অঘটনের শিকার ফেদেরার দুবাই ওপেনে অঘটনের শিকার ফেদেরার/ছবি: সংগৃহীত

দুবাই ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান রজার ফেদেরার। র‌্যাংকিংয়ের ১১৬ নম্বরে থাকা রাশিয়ান ইভজেনি ডন্সকয়ের বিপক্ষে এগিয়ে থেকেও অঘটনের শিকার হয়েছেন সুইস কিংবদন্তি।

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে পাঁচ বছর পর গ্র্যান্ড স্লাম শিরোপার দেখা পান ৩৫ বছর বয়সী ফেদেরার। কিন্তু, দুবাই মিশনে এসে তাকে হতাশা সঙ্গী করে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো।

দ্বিতীয় সেটে তিনবার ম্যাচ পয়েন্ট নিতে ব্যর্থ হন ফেদেরার। তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর টাইব্রেকারে ৭-৬ (৯-৭) গেমে সমতায় ফেরেন ডন্সকয়। তার আগে প্রথম সেটে ৬-৩ গেমের দাপুটে জয়ে একতরফা ম্যাচের ইঙ্গিত দিয়েছিলেন ১৮ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

কিন্তু, দিন শেষে লজ্জায় ডোবেন ফেদেরার। তৃতীয় সেটও নিষ্পত্তি হয় টাইব্রেকারে। ৬-৭ (৫-৭) গেমে হেরে কোর্ট ছাড়েন এ টেনিস আইকন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ২ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ