ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

দাপুটে জয়ে কোয়ার্টারে মারে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
দাপুটে জয়ে কোয়ার্টারে মারে অ্যান্ডি মারে/ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেনের হতাশা ভুলে দুবাই ওপেন মিশনে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অ্যান্ডি মারে। এরই মধ্যে সরাসরি সেটের দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ব্রিটিশ টেনিস সেনসেশন।

দ্বিতীয় রাউন্ডের ম্যাচটিতে মারের সামনে দাঁড়াতেই পারেননি স্পেনের গিলের্মো ‍গার্সিয়া লোপেজ। ৬-২, ৬-০ গেমের উড়ন্ত পারফরম্যান্সে ভক্ত-সমর্থকদের মুগ্ধ করেন তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ী।

সেমি নিশ্চিতের ম্যাচে মারের প্রতিপক্ষ জার্মান ফিলিপ কোলস্ক্রেইবার। যিনি ডেনিস তরুণ দানিল মেদভেদেভকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে শেষ ষোলোর বাধা পার করেন।

এদিকে, সম্ভাব্য মারে-ফেদেরার সেমিফাইনাল দেখার সৌভাগ্য হচ্ছে না টেনিস বিশ্বের! দ্বিতীয় রাউন্ডেই অঘটনের শিকার হয়েছেন সুইস কিংবদন্তি।  র‌্যাংকিংয়ের ১১৬ নম্বর খেলোয়াড় রাশিয়ান ইভজেনি ডন্সকয়ের বিপক্ষে এগিয়ে থেকেও হারের লজ্জায় ডোবেন ১৮ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

প্রসঙ্গত, গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা দৌড়ে ফেভারিট হয়েও চতুর্থ রাউন্ড থেকে বিদায় নেন মারে। পাঁচ বছর পর গ্র্যান্ড স্লাম শিরোপা জিতে ইতিহাস গড়েন ৩৫ বছর বয়সী ফেদেরার।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ২ মার্চ, ২০১৭
এমআরএম

অরও পড়ুন...অঘটনের শিকার ফেদেরার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ