প্রথম সেটেই কুয়েরির কাছে ৬-৩ গেমে হেরে সমর্থকদের কপালে চিন্তার ভাঁজই ফেলে দেন নাদাল। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।
দু’জনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই নিষ্পত্তি হয় টাইব্রেকারে। ৭-৬ (৭-৩) গেমের জয়ে বাঁধভাঙা উল্লাসে মাতেন ২৯ বছর বয়সী কুয়েরি। শিরোপার এতো কাছে এসেও একরাশ হতাশাই সঙ্গী হয় ১৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ীর।
পাঁচবারের দেখায় নাদালের বিপক্ষে প্রথম জয় উদযাপন করেন কুয়েরি। রেকর্ডবুকেও নাম লেখান। টুর্নামেন্টের ২৪ বছরের ইতিহাসে প্রথম আমেরিকান হিসেবে মেক্সিকান ওপেন জেতার গৌরব অর্জন করেন।
এই ইভেন্টে নাদালের তৃতীয় শিরোপা জেতা হলো না। এর আগে ২০০৫ ও ২০১৩ সালে চ্যাম্পিয়নের আসনে বসেছিলেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ৫ মার্চ, ২০১৭
এমআরএম