ফাইনালে ১৪টি গ্র্যান্ডস্লাম জয়ী নাদাল খেলবেন স্বদেশী আলবার্ট রামোস ভিনোলাসের বিপক্ষে। ১৫তম বাছাই আলবার্ট অন্য সেমিফাইনালে ফ্র্যান্সের লুকাস পোউলির বিপক্ষে ৬-৩, ৫-৭ ও ৬-১ সেটে জিতে ফাইনালে ওঠেন।
এই টুর্নামেন্টে দারণ সফল সাবেক নাম্বার ওয়ান নাদাল। বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়নও তিনি। আর পুরো আসরে তার দাপট বলে দিচ্ছে শিরোপা জেতার খুব কাছে তিনি।
চলতি বছর নাদাল এ নিয়ে চারটি ফাইনাল খেলছেন। অবশ্য আগের তিনটিতেই হেরেছেন তিনি। যেখানে দুটিই ছিল রজার ফেদেরারের বিপক্ষে। একটি ছিল অস্ট্রেলিয়ান ওপেনে।
বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, ২৩ এপ্রিল, ২০১৭
এমএমএস