স্প্যানিশ ফেলিসিয়ানো লোপেজকে সরাসরি সেট ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডের বাধা পার করেন মারে। এর আগে দ্বিতীয় রাউন্ডে তার কোর্টেই নামতে হয়নি।
ক্লে-কোর্টের (লাল মাটির কোর্ট) টুর্নামেন্টটিতে নিজের ৫০তম জয় উদযাপন করেন নাদাল। দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে শেষ আটে পা রাখেন স্প্যানিশ সেনসেশন।
কনুইয়ের ইনজুরি কাটিয়ে নিজেকে পুরোপুরি প্রস্তুত করার লক্ষ্যে এ টুর্নামেন্টে অংশ নেন মারে। গত সপ্তাহে ইনজুরির কারণে এক মাসেরও অধিক সময় পর মন্টে কার্লো মাস্টার্স দিয়ে খেলায় ফিরেছিলেন। কিন্তু, তৃতীয় রাউন্ডেই অঘটনের শিকার হন।
বার্সেলোনা ওপেনে সাফল্য পেতে মরিয়া মারে। কোয়ার্টারে তার প্রতিপক্ষ স্পেনের আলবার্ট রামোস ভিনোলাস। নাদালের সামনে দক্ষিণ কোরিয়ান তরুণ চুং হাইন।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ২৮ এপ্রিল, ২০১৭
এমআরএম