ডোপিংয়ের জন্য দীর্ঘ ১৫ মাস নির্বাসিত শারাপোভা সম্প্রতি স্টুটগার্টে প্রত্যাবর্তন ঘটিয়েছেন। প্রত্যাবর্তনের পর প্রথম টুর্নামেন্টে ভাল ভাবে শুরু করলেও সেমিফাইনালে হেরে যান তিনি।
কিন্তু দীর্ঘদিন কোর্টের বাইরে থাকায় র্যাঙ্কিং অনেক নেমে গিয়েছে শারাপোভার। সেই কারণেই সব টুর্নামেন্টে নামার সুযোগ তিনি নাও পেতে পারেন। এই মুহূর্তে শারাপোভার র্যাঙ্কিং ২৬২। যদি এর মধ্যে দ্রুত কয়েকটি টুর্নামেন্টে তিনি র্যাঙ্কিংয়ে উন্নতি না ঘটাতে পারেন, ফ্রেঞ্চ ওপেন বা উইম্বলডনে নামতে হলে আমন্ত্রণ দরকার পড়তে পারে।
এমনকী, এই টুর্নামেন্টগুলির কোয়ালিফায়ারে নামতে গেলেও দু’শোর কাছাকাছি র্যাঙ্কিং দরকার হবে তার। স্টুটগার্টে ফাইনালে উঠলে তিনি ফরাসি ওপেনের কোয়ালিফাইং রাউন্ডে খেলার যোগ্যতা পেতেন।
মারের মতে, উইম্বলডনে শারাপোভা সেটা পেয়ে যাবেন, ‘আমার মনে হয় উইম্বলডন তাকে ওয়াইল্ড কার্ড দিয়ে দিতেই পারে। তবে আশা করব সেটার হয়তো দরকার পড়বে না ওর। ’
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ০৪ মে, ২০১৭
এমএমএস