ক্যারিয়ারে এখন পর্যন্ত ১২টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকোভিচ যে দলে রেখেছিলেন মারিয়ান ভায়দাকে। যিনি পেশাদার টেনিসের সার্কিটে শুরুর দিন থেকেই কোচিং করিয়েছেন সার্বিয়ান এই টেনিস তারকাকে।
পাশাপাশি বিশ্বের দু’নম্বর তারকা জোকোভিচ জানিয়েছেন, আগামী টুর্নামেন্টগুলোতে কোচ ছাড়াই খেলবেন তিনি। যতক্ষণ না মনের মতো কাউকে কোচ হিসেবে নিয়োগ করছেন। এর আগে কিংবদন্তি জার্মান টেনিস তারকা বরিস বেকারও তিন বছর পর সরে গিয়েছিলেন জোকোভিচের কোচ হিসেবে কাজ করে।
ওয়েবসাইটে জোকোভিচ জানিয়েছেন, কোচ মারিয়ান ভায়দা, ফিটনেস কোচ গেবহার্ড ফিল গ্রিটশচ এবং ফিজিওথেরাপিস্ট মিলয়ন আমানোভিচ এর সঙ্গে আলোচনা করেই এই বিচ্ছেদ। সঙ্গে তিনি এটাও জানাতে ভোলেননি, ‘ক্যারিয়ারে অনেক সাফল্য, ব্যর্থতার সঙ্গী এই বন্ধুরা। ওদের সহযোগিতা ছাড়া কোনও দিন পেশাদার টেনিস সার্কিটে এই উচ্চতায় পা রাখতে পারতাম না। এই তিনজনের বন্ধুত্ব, পেশাদারিত্ব এবং দায়বদ্ধতার কাছে চিরঋণী। তবে কখনও কখনও পরিবর্তন দরকার হয়ে পড়ে। ’
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ০৬ মে, ২০১৭
এমএমএস