শীর্ষ বাছাই খেলোয়াড় হিসেবে সরাসরি দ্বিতীয় রাউন্ডে অংশ নেন মারে। রোমানিয়ার মারিয়াস কপিলকে সরাসরি সেট ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে শেষ ষোলোতে পা রাখেন তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ী।
কোয়ার্টার নিশ্চিতের ম্যাচে মারের প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার বোর্না কোরিক ও ফ্রান্সের পিয়েরে হিউজেস হার্বাটের মধ্যকার বিজয়ী। প্রসঙ্গত, ২০১৭ মৌসুমে এখন পর্যন্ত একটি শিরোপা জিতেছেন মারে। দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের ট্রফি ওঠে তার হাতে।
কিন্তু, মাদ্রিদ ওপেনের আগে দু’টি ক্লে-কোর্টের ইভেন্টে ব্যর্থ মারে। মন্টে কার্লো মাস্টার্সে তৃতীয় রাউন্ড থেকেই বাদ পড়েন। গত মাসে বার্সেলোনা ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নেন। এবার তার সামনে মাদ্রিদ ওপেনের শিরোপা পুনরুদ্ধারের চ্যালেঞ্জ। গতবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালে নোভাক জোকোভিচের কাছে হেরে যান।
এদিকে, দ্বিতীয় রাউন্ডের অপর দুই ম্যাচে ইতালিয়ান ফ্যাবিও ফোগনিনির মুখোমুখি হবেন আরেক টেনিস তারকা রাফায়েল নাদাল। স্প্যানিশ নিকোলাস আলমাগ্রোকে মোকাবেলা করবেন সাবেক বিশ্বসেরা জোকোভিচ।
বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ১০ মে, ২০১৭
এমআরএম