যদিও ইনজুরির কারণে দ্বিতীয় সেট চলাকালীন অবসরে যান কেরবার। তার আগ পর্যন্ত বুচার্ডের বিপক্ষে পারফরম্যান্সে রীতিমতো ভুগছিলেন জার্মান সেনসেশন।
সেমি নিশ্চিতের ম্যাচে শারাপোভার স্বদেশী সভেতলানা কুজনেতসোভার মুখোমুখি হবেন বুচার্ড। যিনি চীনের ওয়াং কিয়াংকে সরাসরি সেট ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডের বাধা পার করেন।
প্রসঙ্গত, ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে শারাপোভার টেনিসে ফেরা নিয়ে যে ক’জন সমালোচনায় সরব ছিলেন তাদের মধ্যে অন্যতম বুচার্ড। রাশিয়ান আইকনকে ‘প্রতারক’ বলতেও দ্বিধা করেননি। তাই মাদ্রিদ ওপেনে দু’জনের ম্যাচ ঘিরে সবার মাঝে ছিল বাড়তি আগ্রহ। কিন্তু, হারের লজ্জা নিয়ে কোর্ট ছাড়েন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। ৭-৫, ২-৬, ৬-৪ গেমে জিতে ম্যাচটি স্মরণীয় করে রাখেন ইউজেনি বুচার্ড।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, ১১ মে, ২০১৭
এমআরএম