প্রতিযোগিতামূলক ম্যাচে পঞ্চাশবারের মতো মুখোমুখি হন দু’জন। ২০১৪ ফ্রেঞ্চ ওপেনের ফাইনালের পর এ প্রথম জোকোভিচের বিপক্ষে জয় নিয়ে কোর্ট ছাড়েন নাদাল।
প্রথম সেটে মাত্র ৪০ মিনিট সময় নেন। পাত্তাই পাননি ১২টি গ্র্যান্ড স্লামের মালিক জোকোভিচ। হেরে যান ৬-২ গেমে। দ্বিতীয় সেটে খানিকটা প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তোলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি জোকোভিচের। ৬-৪ গেমের ফলাফলে শিরোপার আরও কাছে চলে যান নাদাল।
শিরোপা লড়াইয়ে নাদালের প্রতিপক্ষ ডমিনিক থিয়েম ও পাবলো কুয়েভাসের মধ্যকার সেমিফাইনাল বিজয়ী। এই ইভেন্টে রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন নাদালের সামনে শিরোপা পুনরুদ্ধারের চ্যালেঞ্জ (সবশেষ ২০১৪)।
বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন সামনে (২৮ মে শুরু) রেখে ক্লে-কোর্টে (লাল মাটির কোর্ট) ট্রফি ভিন্ন কিছুই ভাবছেন না নাদাল। সেই লক্ষ্যে মাদ্রিদ ওপেনে বড় এক ধাক্কাই খেলেন গতবারের ফ্রেঞ্জ ওপেন জয়ী জোকোভিচ।
বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, ১৩ মে, ২০১৭
এমআরএম