রোঁলা গ্যাঁরোকে এক সময়ে নিজের সম্পত্তি বানানো নাদাল এদিন সরাসরি সেটেই জয় তুলে নেন। ডাচ প্রতিপক্ষ রবিন হাসেকে ৬-১, ৬-৪ ও ৬-৩ সেটে উড়িয়ে দেন এ স্প্যানিশ শীর্ষ তারকা।
অন্যদিকে কম যাননি জোকোভিচও। সার্বিয়ান এ তারকা দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জোয়াও সোউসাকে ৬-১, ৬-৩ ও ৬-৪ সেটে হারিয়ে দেন। ফলে নতুন কোচ আন্দ্রে আগাসিকে নিয়ে এখন পর্যন্ত দুর্দান্তই খেলছেন ডিফেন্ডিং এ চ্যাম্পিয়ন।
এদিকে ক্লে-কোর্টে (লাল মাটির কোর্ট) ফর্মের আছেন তুঙ্গে নাদাল। সম্প্রতি বার্সেলোনা ও মন্টে কার্লো ওপেনে দশম শিরোপা জিতেছেন। এবার বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনে চূড়ান্ত সাফল্যে চোখ রাখছেন ৯ বারের চ্যাম্পিয়ন (সবশেষ ২০১৪)। লক্ষ্য পূরণ হলে ইতিহাসে ঢুকে পড়বেন। একটি গ্র্যান্ড স্লাম ইভেন্টে কেউই দশটি ট্রফির দেখা পাননি। যার হাতছানি ত্রিশ বছর বয়সী নাদালের সামনে!
বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, ০১ জুন, ২০১৭
এমএমএস