ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

উড়ন্ত জয় নাদালের, বেঁচে গেলেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, জুন ৩, ২০১৭
উড়ন্ত জয় নাদালের, বেঁচে গেলেন জোকোভিচ উড়ন্ত জয় নাদালের, বেঁচে গেলেন জোকোভিচ-ছবি:সংগৃহীত

ফ্রেঞ্চ ওপেনে জয়রথ চলছেই রাফায়েল নাদালের। এরই ধারাবাহিকতায় এবার তৃতীয় রাউন্ডে দুরন্ত জয় পেলেন এ স্প্যানিয়ার্ড। তবে একই দিনে ভিন্ন ম্যাচে নোভাক জোকোভিচ জয় পেলেও তা স্বস্তির ছিলো না। পূর্ণ পাঁচ সেট খেলে জয় নিশ্চিত হয় তার।

এবারের গ্র্যান্ডস্ল্যামে নাদাল যেন পণ করেই এসেছেন শিরোপা নিয়ে যাবেন। ফলে চতুর্থ রাউন্ডে যাওয়ার লক্ষ্যে জর্জিয়ান প্রতিপক্ষ নিকোলাজ বাসিলাসভিলির প্রতি বেশ নির্দয়ই দেখা গেল তাকে।

না হলে তিন সেটে মাত্র একটি পয়েন্ট ছাড় দিলেন!

ম্যাচ জিতলেন ৬-০, ৬-১ ও ৬-০ সেটে। যার ফলে ২০১২ সালের পর এই আসরে নিজের সেরা রেকর্ডটিও ভেঙে দিলেন ১৪টি গ্র্যান্ডস্ল্যামের মালিক। সেবার তিনি দুটি পয়েন্ট খুঁইয়েছিলেন।  

ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড নয়টি শিরোপা এখন পর্যন্ত জিতেছেন নাদাল। সর্বশেষটি এসেছে ২০১৪ সালে। এক সময় এই আসরটি নিজের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলা এ তারকা মাঝে ইনজুরির কারণে পথ হারিয়ে ফেলেন। তবে গত এক বছর ধরে ফর্ম ফের খুঁজে পেলে ১০ম ট্রফির জন্য এবার অপেক্ষা করছেন। আর এবারের শিরোপা জিতলে একমাত্র খেলোয়াড় হিসেবে নির্দিষ্ট কোনো গ্র্যান্ডস্ল্যামে রেকর্ড ট্রফি ঘরে তুলবেন তিনি।

এদিকে হোঁচট খেতে খেতে উতরে গেছেন টেনিসের দুই নম্বর তারকা জোকোভিচ। ৪১তম বাছাই দিয়েগো সোয়াজওয়াজম্যানের বিপক্ষে জয় পেতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে খেলতে হেয়ছে পুরো পাঁচ সেট। তবে শেষ পর্যন্ত ৫-৭, ৬-৩, ৩-৬, ৬-১ ও ৬-১ সেটে জয় নিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ০৩ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ