সরাসরি সেটে হারের লজ্জায় ডোবেন মারে। পরিষ্কার ফেভারিট হিসেবে নেমে প্রথম সেটেই তুমুল প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন।
দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানো দূরে থাক, দাঁড়াতেই পারলেন না ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। ৬-২ গেমে হেরে সমর্থকদের হতাশ করে কোর্ট ছাড়েন। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে যুক্তরাষ্ট্রের স্যাম কুয়েরির মুখোমুখি হবেন থম্পসন।
প্রসঙ্গত, আগামী ৩ জুলাই উইম্বলডন চ্যাম্পিয়নশিপের ১৩১তম আসরের পর্দা উঠবে। ঘরের মাটিতে মারের সামনে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। কিন্তু প্রস্তুতির অ্যাগন চ্যাম্পিয়নশিপে দুঃস্বপ্নই উপহার পেলেন তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ী।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ২১ জুন, ২০১৭
এমআরএম