ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়ালেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, জুন ২১, ২০১৭
দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়ালেন ফেদেরার ছবি: সংগৃহীত

গত সপ্তাহে স্টুটগার্ট ওপেনে নিজের প্রথম ম্যাচেই হেরে সমর্থকদের কপালে চিন্তার ভাঁজই ফেলে দিয়েছিলেন। আসন্ন উইম্বলডন চ্যাম্পিয়নসশিপ নিয়ে জাগে উদ্বেগ। কিন্তু রজার ফেদেরার বলে কথা! ঘুরে দাঁড়াতেও সময় নেননি। বছরের ‍তৃতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের জন্য যে প্রস্তুত সেটিরই জানান দিয়েছেন।

জার্মানিতে স্টুটগার্ট ওপেনে ব্যর্থতার পর গ্যারি ওয়েবার ওপেন (হালে ওপেন) দিয়ে উইম্বলডনের প্রস্তুতিতে ফেদেরার। র‌্যাংকিংয়ের ৩০২ নম্বর খেলোয়াড় জার্মানির টমি ‍হাসের কাছে হারের দুঃস্বপ্ন ভুলে ছন্দে ফিরেছেন সুইস টেনিস কিংবদন্তি।

জাপানিজ ইউইচি সুগিতাকে সরাসরি সেট ৬-৩, ৬-১ গেমে হারিয়ে কোর্ট ছাড়েন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। মাত্র ৫২ মিনিটে ম্যাচের নিষ্পত্তি ঘটে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে ফেদেরারের প্রতিপক্ষ টমি ‍হাসের স্বদেশী মিসচা জারেভ।

প্রসঙ্গত, আগামী ৩ জুলাই উইম্বলডন চ্যাম্পিয়নশিপের ১৩১তম আসরের পর্দা উঠবে। ঘাসের কোর্টের টুর্নামেন্টটিতে সাতবার চ্যাম্পিয়নের আসনে বসেন ১৮ বারের গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরার। এ ইভেন্টে তার সামনে শিরোপা খরা কাটানোর চ্যালেঞ্জ। সবশেষ ২০১২ আসরে ট্রফি উঁচিয়ে ধরেছিলেন।

এ মৌসুমে অস্ট্রেলিয়ান ওপেন জয় দিয়ে গ্র্যান্ড স্লামে টুর্নামেন্টে দীর্ঘ পাঁচ বছরের শিরোপা আক্ষেপ ঘোঁচান ফেদেরার। এর মধ্য দিয়ে নিজেকে নতুন রূপে আবিষ্কার করেন ৩৫ বছর বয়সী এ টেনিস আইকন। উইম্বলডনের জন্য নিজেকে ফিট রাখতেই ফ্রেঞ্চ ওপেন মিস করেন।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ২১ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ