গত সপ্তাহের কুইন্স টুর্নামেন্টে প্রথম রাউন্ডেই হেরে গিয়েছিলেন মারে। তার পর থেকে চোট-আঘাতের সমস্যা ভোগাচ্ছে তাকে।
২০১৪ সালের উইম্বলডনের পরে এই প্রথম টেনিসের ‘ফ্যাব ফোর’ বাছাই তালিকায় এক থেকে চার নম্বরে থাকল। মেয়েদের বাছাই তালিকায় এক নম্বরে আছেন অ্যাঞ্জেলিক কের্বের। দু’নম্বরে ফরাসি ওপেন ফাইনালিস্ট সিমোনা হ্যালেপ। প্রথম চারের বাকি দু’জন হলেন চেক প্রজাতন্ত্রনের ক্যারোলিনা প্লিসকোভা এবং ইউক্রেনের এলিনা শ্বিতোলিনা। এ বারের টুর্নামেন্টে নেই সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভা।
উইম্বলডন শুরুর আগে শীর্ষ বাছাই মারে সমস্যার মধ্যে থাকলে কী হবে, বাকিরা কিন্তু ভাল মতোই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। হালে চ্যাম্পিয়ন হয়েছেন ফেডেরার। নাদাল নেমে পড়েছেন ট্রেনিংয়ে। আর জকোভিচ ইস্টবোর্নে খেলতে নেমে বুধবার স্ট্রেট সেটে (৬-৪, ৬-৩) হারালেন কানাডার ভ্যাসেক পসপিসিলকে। ২০১০ সাল থেকে জোকারের রুটিন ছিল, ফরাসি ওপেন এবং উইম্বলডনের মধ্যেকার সময়টা বিশ্রাম নেওয়া। কিন্তু এ বার সেই রুটিন ভাঙলেন তিনি।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ২৯ জুন, ২০১৭
এমএমএস