এ আসরে অবশ্য গত কয়েক বছর পারফরম্যান্সের গ্রাফ উর্ধ্বমুখী ছিল না রাফায়েল নাদালের। বুধবার বিশ্বের ৪৩ নম্বর খেলোয়াড় মার্কিন ডোনাল্ড ইয়ংকে স্ট্রেট সেটে হারিয়ে ২০১১ সালের পর উইম্বলডনের তৃতীয় রাউন্ডে গেলেন এই স্প্যানিশ টেনিস তারকা।
ব্রিটিশ তারকা মারে অবশ্য ম্যাচ জেতেন আরও সহজে। সেন্টার কোর্টে জার্মানির ডাস্টিন ব্রাউনকে হারাতে নিলেন এক ঘণ্টা ৩৬ মিনিট। ২০১৫’র উইম্বলডনে যিনি রাফায়েল নাদালকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিলেন, সেই জার্মান তারকাকে মারে হারালেন ৬-৩, ৬-২, ৬-২ সেটে।
কোমরের চোট সারিয়ে নামা মারে অবশ্য এ দিন জানিয়ে দিলেন, চোটের সমস্যায় আর ভুগছেন না তিনি। তৃতীয় রাউন্ডে ওঠার পর বলেন, ‘প্রথম সেটে ব্রেকটা পাওয়ার পরেই বুঝে যাই ছন্দে রয়েছি। ডাস্টিনের শটগুলো আন্দাজ করতে পারছিলাম বলে আরও সুবিধা হচ্ছিল। আগের রাউন্ডের চেয়ে আজ আরও ভাল সার্ভ করেছি। কোমরের চোট এখন আর ভোগাচ্ছে না। ’
বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, ০৬ জুলাই, ২০১৭
এমএমএস