জাপানিজ তরুণী নাওমি ওসাকার বিপক্ষে প্রথম সেটেই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন ৩৭ বছর বয়সী ভেনাস। টাইব্রেকারে ৭-৬ (৭-৩) গেমের জয়ে স্বস্তির নিঃশ্বাসই ফেলেন সাতবারের গ্র্যান্ড স্লাম জয়ী।
দ্বিতীয় সেটে ১৯ বছর বয়সী ওসাকাকে অতদূর যেতে দেননি ভেনাস। ৬-৪ গেমে জিতে কোর্ট ছাড়েন। এর আগে তৃতীয় রাউন্ডে চীনের ওয়াং কিয়াংয়ের বিপক্ষে পিছিয়ে থেকে তিন সেটের ঘুরে দাঁড়ানোর জয় পেয়েছিলেন তিনি।
২০০৮ সালের পর প্রথম উইম্বলডন শিরোপা মিশনে ভেনাস। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে তার প্রতিপক্ষ ওসাকার সমবয়সী ক্রোয়েশিয়ান আনা কোনজাহ। যিনি স্লোভাকিয়ান তারকা ডমিনিকা চিবুল্কোভাকে ৭-৬ (৭-৩), ৩-৬, ৬-৪ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডের বাধা পার করেন।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ৮ জুলাই, ২০১৭
এমআরএম