ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

টেনিস

দাপুটে জয়ে কোয়ার্টারে ভেনাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
দাপুটে জয়ে কোয়ার্টারে ভেনাস ভেনাস উইলিয়ামস/ছবি: সংগৃহীত

উইম্বলডন চ্যাম্পিয়নশিপের শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে গেলেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ভেনাস উইলিয়ামস। সরাসরি সেটের দাপুটে জয়ে এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন মার্কিন টেনিস আইকন।

চতুর্থ রাউন্ডে ভেনাসের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি ক্রোয়েশিয়ার ১৯ বছরের তরুণী আনা কোনজাহ। ৬-৩, ৬-২ গেমের সহজ জয় নিয়ে কোর্ট ছাড়েন সাতবারের গ্র্যান্ড স্লাম জয়ী।

এ ইভেন্টে ষষ্ঠ শিরোপায় চোখ রাখছেন ৩৭ বছর বয়সী ভেনাস। ২০০৮ আসরে শেষবার ট্রফি উঁচিয়ে ধরেছিলেন। গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে এটিই তার সবশেষ সাফল্য। এবার বেশ ছন্দে রয়েছেন গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠার মধ্য দিয়ে নিজেকে নতুনভাবে ফিরে পাওয়া এ টেনিস তারকা।

সেমি নিশ্চিতের ম্যাচে লাৎভিয়ান তরুণী জেলেনা ওস্তাপেঙ্কোর মুখোমুখি হবেন ভেনাস। যিনি ইউক্রেনের ইলিনা ভিতোলিনাকে ৬-৩, ৭-৬ (৮-৬) গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডের বাধা পার করেন।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, ১১ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ