ক্যারিয়ারের শেষদিকে এসে নিজেকে ফিরে পাওয়া ভেনাসের সামনে গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে দীর্ঘ ৯ বছরের শিরোপা খরা ঘোঁচানোর হাতছানি! ষষ্ঠ উইম্বলডন জিততে চোখ রাখছেন। ২০০৮ আসরে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিলেন।
নারী এককে ফাইনালে ওঠার জন্য ব্রিটিশদের দীর্ঘ ৪০ বছরের অপেক্ষাটা আরো দীর্ঘায়িত হলো। কন্তার সামনে ভার্জিনিয়া ওয়েডের পর (১৯৭৭) প্রথম ব্রিটিশ নারী হিসেবে শিরোপা জেতার সুযোগ ছিল।
কিন্তু ঘরের মাটিতে ক্যারিয়ারে প্রথমবারের মতো উইম্বলডনের সেমিতে ওঠে সমর্থকদের হতাশই করেছেন কন্তা। সরাসরি সেট ৬-৪, ৬-২ গেমের দুর্দান্ত পারফরম্যান্সে কোর্ট ছাড়েন ৩৭ বছর বয়সী ভেনাস।
শিরোপা লড়াইয়ে ভেনাসের প্রতিপক্ষ স্প্যানিশ গারবিন মুগুরুজা। শেষ চারে স্লোভাকিয়ার মাগাদালেনা রাইবারিকোভাকে ৬-১, ৬-১ উড়িয়ে দেন ২৩ বছর বয়সী এ উদীয়মান খেলোয়াড়।
বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, ১৪ জুলাই, ২০১৭
এমআরএম