ফ্রেঞ্চ তরুণ লুকাস পাউলিকে হারাতে ঘাম ঝরাতে হয়েছে নাদালকে। প্রথম সেটে ৪-৬ গেমে হেরে সমর্থকদের কপালে চিন্তার ভাঁজই ফেলে দিয়েছিলেন।
ম্যাচ নির্ধারণী তৃতীয় সেটেও দু’জনের লড়াই উপভোগ করেন দর্শকরা। শেষ পর্যন্ত ৭-৫ গেমে খেলার নিষ্পত্তি ঘটে। তিন সেটের ব্যাপ্তি ২ ঘণ্টা ৩১ মিনিট। কোয়ার্টার নিশ্চিতের লক্ষ্যে দ্বিতীয় রাউন্ডে পাউলির স্বদেশী কারেন কাচানোভের মুখোমুখি হবেন ১৬ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।
এ ইভেন্টে ৩১ বছর বয়সী নাদালের একমাত্র শিরোপা আসে ২০০৫ আসরে। ইনজুরির কারণে এবার নাম প্রত্যাহার করে নিয়েছেন অ্যান্ডি মারে। অংশ নেননি নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার। পূর্ণ ফিটনেসের জন্য কাজ করছেন দু’জন। সব মিলিয়ে পরিষ্কার ফেভারিট তকমা নিয়েই চায়না ওপেন ট্রফিতে চোখ রাখছেন রাফায়েল নাদাল।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ৪ অক্টোবর, ২০১৭
এমআরএম