চায়না ওপেন পুনরুদ্ধারের মধ্য দিয়ে মৌসুমের ষষ্ঠ শিরোপা জিতলেন ৩১ বছর বয়সী নাদাল। গত মাসে ইউএস ওপেন জেতার পর এটাই ছিল তার প্রথম টুর্নামেন্ট।
এই ইভেন্টে এক যুগ পর চ্যাম্পিয়নের আসনে বসলেন নাদাল। ২০০৫ সালে প্রথমবার শিরোপার স্বাদ পেয়েছিলেন। ২০১৩ ও ২০১৫ সালের ফাইনালে ট্রফি জেতা হয়নি। দু’বারই নোভাক জোকোভিচের কাছে হার মানেন। ফিটনেস সমস্যার কারণে এবার নেই সার্বিয়ান সুপারস্টার। ইনজুরির কারনে নাম প্রত্যাহার করে নেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে। অংশ নেননি রজার ফেদেরার। তাই পরিষ্কার ফেভারিট হিসেবেই শেষ হাসি হাসলেন ফর্মের তুঙ্গে থাকা রাফায়েল নাদাল।
এদিকে, নারী এককে র্যাংকিংয়ের শীর্ষে ওঠা রোমানিয়ান তারকা সিমোনা হালেপকে সরাসরি সেটে হারিয়ে শিরোপা উদযাপনে মেতেছেন ফ্রেঞ্চ তরুণী ক্যারোলিন গার্সিয়া। ৬-৪, ৭-৬ (৭-৩) গেমে ফাইনালের নিষ্পত্তি হয়।
বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, ৯ অক্টোবর, ২০১৭
এমআরএম