চীনে তিয়ানজিন ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পরে শারাপোভা বলেছেন, ‘এখানে এসে চ্যাম্পিয়ন হওয়াটা অবশ্যই বিশাল ব্যাপার। তবে আমি এখানেই থেমে থাকতে চাই না।
চীনের পর এবার শারাপোভা নামছেন মস্কোয় ক্রেমলিন কাপে। যেখানে ২০০৭ সালের পর থেকে আর নামেননি শারাপোভা। যার আগে বলেছেন, ‘আমি মনে করতে পারছি না শেষ কবে পর পর তিনটে টুর্নামেন্ট খেলেছিলাম। আমি নিজের সেরাটা দিতে তৈরি। জানি ওখানেও আমার জন্য অনেক ভক্ত অপেক্ষা করে থাকবে। ’
পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নের ক্যাবিনেটে তিয়ানজিন ৩৬ নম্বর ট্রফি। যেখানে ফাইনালে তিনি বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কা-কে ৭-৫, ৭-৬ হারান। আর এই ট্রফিটি তার কাছে বিশেষ হয়ে থাকবে, ‘বছর দু’য়েক হয়ে গেল আমি চ্যাম্পিয়নের ট্রফি হাতে তুলিনি। এই অনুভূতিটা দারুণ। একটা টুর্নামেন্টের শুরু থেকে খেলে আপনি যখন ফাইনালে পৌঁছান আর শেষ পয়েন্টটা জিতে নেন, তখন বুঝতে হবে সব কিছুই ঠিকঠাক হয়েছে। ’
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ১৭ অক্টোবর, ২০১৭
এমএমএস