রজার ফেদেরার বিশ্রাম নিতে নাম প্রত্যাহার করে নেওয়ায় ক্যারিয়ারে চতুর্থবারের মতো শীর্ষে থেকে সিজন শেষ করতে নাদালের একটি জয়ই যথেষ্ট ছিল। শীর্ষ বাছাই হিসেবে সরাসরি দ্বিতীয় রাউন্ডে নেমে দক্ষিণ কোরিয়ান তরুণ চুং হাইনকে সরাসরি সেটে (৭-৫, ৬-৩) হারিয়ে কোর্ট ছাড়েন তিনি।
র্যাংকিংয়ের ৩৬ নম্বরে থাকা উরুগুয়ের পাবলো কিউভাসের বিপক্ষে তৃতীয় রাউন্ডের (শেষ ষোলো) দ্বিতীয় সেটে ঘাম ঝরাতে হয়েছে নাদালকে। টাইব্রেকারে ৬-৭ (৫-৭) গেমে হেরে যান ১6 বারের গ্র্যান্ড স্লাম জয়ী।
ম্যাচ নির্ধারণী তৃতীয় সেটে প্রতিপক্ষকে আর সুযোগ দেননি স্প্যানিশ টেনিস আইকন। প্রথম সেটের পুনরাবৃত্তি টানেন। ৬-৩ গেমের ফলাফলে শেষ আট নিশ্চিত করেন। পুরো ম্যাচের ব্যাপ্তি ২ ঘণ্টা ২০ মিনিট।
সেমিতে ওঠার লক্ষ্যে নাদালের সামনে সার্বিয়ার ফিলিপ ক্রাজিনোভিক। যিনি ফ্রান্সের নিকোলাস মাহুতকে ৬-২, ৩-৬, ৬-১ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডের বাধা পার করেন।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ৩ নভেম্বর, ২০১৭
এমআরএম