ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

লড়বে বিকেএসপি-দ. কোরিয়ার ৩০ প্রতিযোগী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
লড়বে বিকেএসপি-দ. কোরিয়ার ৩০ প্রতিযোগী ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বিকেএসপিতে শুরু হয়েছে ‘১১তম বিকেএসপি এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস প্রতিযোগিতা–২০১৭’।

সোমবার (২৭ নভেম্বর) সকালে প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রুহুল আযাদ, কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল মো. ইমরান ইবনে এ রউফ, উপপরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু ও টেনিস বিভাগের চিফ কোচ মো. রোকন উদ্দিন আহমেদ।

টুর্নামেন্টে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মোট ৩০ জন খেলোয়াড় অংশ নিচ্ছে। বাংলাদেশের ১৮ জন বালক ও ৭ জন বালিকা এবং দক্ষিণ কোরিয়ার ৭ জন বালক ও ৩ জন বালিকা অংশ নিচ্ছে।

আগামী ১ ডিসেম্বর টুর্নামেন্ট শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ২৭ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ