দীর্ঘ ১৯ বছর পর প্রথমবার একই দেশের পুরুষ ও নারী একক বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়লেন নাদাল ও মুগুরুজা।
শীর্ষে থাকা নাদাল অবশ্য বছর শেষে এ নিয়ে তৃতীয়বার বিশ্ব সেরার মুকুট পড়লেন।
মুগুরুজা আবার প্রথমবার এই ট্রফি জিতলেন। চলতি মৌসুমে উইম্বলডন জেতার পাশাপাশি ক্যারিয়ারে প্রথমবার এক নম্বরের সিংহাসনে বসার কৃতিত্ব অর্জন করেন তিনি। যদিও চলতি মৌসুম শেষে তিনি রয়েছেন দু’নম্বরে। শীর্ষে রোমানিয়ার সিমোনা হালেপ।
এর আগে শেষ বার একই দেশের দুই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন ১৯৯৮ সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি পিট সাম্প্রাস এবং মেয়েদের চ্যাম্পিয়ন হয়েছিলেন লিন্ডসে ডাভেনপোর্ট। এছাড়া এবার ডাবলসে পোল্যান্ডের লুকাস কুবো ও ব্রাজিলের মার্সেলো মেলো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন।
মেয়েদের ডাবলসে বিশ্বসেরা সদ্য অবসর নেওয়া সুইস তারকা মার্টিনা হিঙ্গিস এবং চিনা তাইপের চ্যান ইয়ুন জ্যান।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ০৯ ডিসেম্বর, ২০১৭
এমএমএস