ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

দুই বোনের লড়াইয়ে সেরেনার জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৮
দুই বোনের লড়াইয়ে সেরেনার জয় দুই বোনের লড়াইয়ে সেরেনার (ডানে) জয়-ছবি: সংগৃহীত

ভেনাস উইলিয়ামস ও সেরেনা উইলিয়ামসের কোর্টের লড়াই দর্শকদের সব সময়ই বাড়তি আনন্দ দেয়। তবে বড় বোন ভেনাসের ফর্মটা ঠিক আগের মতো নেই। তাই সেরেনার সঙ্গে এখন আর পেরে ওঠা হয় না। যুক্তরাষ্ট্র ওপেনের তৃতীয় রাউন্ডে বড় বোনকে হারাতে মাত্র এক ঘণ্টার কিছু বেশি সময় নিলেন সেরেনা।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে ভেনাসকে ৬-১ ও ৬-২ গেমে উড়িয়ে দেন এই মার্কিন তারকা। আর কন্যা সন্তান জন্মের পর কোর্টে এটি সেরেনার এখন পর্যন্ত সেরা পারফরম্যান্স।

এদিকে ভেনাসের বিপক্ষে ব্যক্তিগত লড়াইয়েও বেশ এগিয়ে গেলেন রেকর্ড ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনা। মুখোমুখি ৩০ বারের দেখায় স্কোর ১৮-১২ করে নিলেন। শেষ ১১ ম্যাচে যেখানে ৯বারই জয় পেয়েছেন তিনি।

চতুর্থ রাউন্ডে এস্তোনিয়ার কাইয়া কানেপির বিপক্ষে খেলতে নামবেন সেরেনা।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ