ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

টেনিস

নাদালকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
নাদালকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে ফেদেরার রজার ফেদেরার, ছবি: সংগৃহীত

উইম্বলডন টেনিসে পুরুষ এককে ফাইনালে উঠেছেন সুইজারল্যান্ড তারকা রজার ফেদেরার। হাইভোল্টেজ সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী স্প্যানিশ তারকা রাফায়েল নাদালকে ৩-১ সেটে হারিয়েছে র‌্যাংকিংয়ের তৃতীয় স্থানে থাকা এ সুইস তারকা। অল ইংল্যান্ড লন টেনিস এন্ড ক্রোকুয়েট ক্লাব টেনিস কোর্টে ম্যাচের শুরু থেকেই তুমুল লড়াই তাদের মধ্যে।

প্রথম সেটে সমান তালেই খেলতে থাকেন নাদাল ও ফেদেরার। তুমুল প্রতিদ্বন্দ্বিতায় শেষ পর্যন্ত সেট গড়ায় টাইব্রেকারে।

সেখানে আর পেরে ওঠেননি দ্বিতীয় বাছাই নাদাল। শেষ পর্যন্ত ৭-৬ সেট জিতে এগিয়ে যান ফেদেরার।

দ্বিতীয় সেট পুরোটা সময় অধিপত্য দেখান ওয়ার্ল্ড নম্বর টু নাদাল। এ স্প্যানিয়ার্ডের কাছে পাত্তাই পাননি ৩৭ বছর বয়সী ফেদেরার। ৬-১ গেমের সহজ জয়ে ম্যাচে ১-১ সেটে সমতায় ফিরে জানান দেন প্রতিদ্বন্দিতার আভাস।

তৃতীয় সেটে আবারও ঘুড়ে দাড়ান ওয়ার্ল্ড নাম্বার থ্রি। নাদালকে চাপে ফেলে দেন ফেদেরার। শেষ পর্যন্ত ৬-৩ গেমের জয় দিয়ে ২-১ ব্যবধানে লিড নেন এ সুইস তারকা।

চতুর্থ সেটে নাদাল ও ফেদেরার পাল্লা দিয়েই লড়তে থাকেন। তবে নাদলকে আর সুযোগ দেননি ফেদেরার। শেষ পর্যন্ত ৬-৪ গেমের দারুণ এক জয়ে সেট জিতে নিয়ে ১২তম বারের উইম্বলডনের ফাইনাল নিশ্চিত করেন ওয়ার্ল্ড নাম্বার থ্রি।

এ নিয়ে ফেদেরার ৩১টি গ্রান্ডস্ল্যামের ফাইনাল খেলবেন। আগামী রোববার (জুলাই ১৪) উম্বলডনের ফাইনালে সার্বিয়ান তারকা ও র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা নোভাক জোকোভিচের মুখোমুখি হবেন ফেদেরার। ক্যারিয়ারে রেকর্ড সর্বোচ্চ ২১তম গ্রান্ডস্ল্যাম শিরোপার জন্য লড়বেন সুইস তারকা। অন্যদিকে ১৬তম গ্রান্ডস্ল্যামের জন্য লড়বেন সার্বিয়ান তারকা।

বাংলাদেশ সময়: ০২১৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
আরএআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ