অল ইংল্যান্ড লন টেনিস এন্ড ক্রোকুয়েট ক্লাব টেনিস কোর্টে ম্যাচের শুরু থেকেই লড়াইয়ের আভাস পাওয়া। প্রথম থেকেই সেই ঝাঁজটা ছড়িয়ে পড়ে টেনিস কোর্টে।
দ্বিতীয় সেটে দারুণ ভাবে ঘুড়ে দাঁড়ান র্যাংকিংয়ের তিন নম্বরে থাকা ফেদেরার। অবশ্য পুরো সেট জুড়েই আধিপত্য দেখান ৩৭ বছর বয়সী সুইস তারকা। ৬-১ গেমে সেট জিতে ম্যাচে ১-১ সমতায় ফেরেন ওয়ার্ল্ড নাম্বার থ্রি।
তৃতীয় সেটে ছেড়ে কথা বলেননি র্্যাংকিংয়ের শীর্ষে থাকা জোকোভিচও। গেম পয়েন্টে সমান তালেই লড়তে থাকেন সুইস তারকা। শেষ পর্যর্ন্ত তৃতীয় সেটেও গড়ায় টাইব্রেকারে। ৭-৬ গেমে সেট জিতে আবারও ২-১ সেটে লিড নেন ৩২ বছর বয়সী বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ।
চতুর্ত সেটে আবারও ঘুড়ে দাঁড়ান ফেদেরার। সমানে সমান বলতে যা বোঝায়। সুইস তারকা বাঁচিয়ে রাখেন শিরোপার আশা। চতুর্থ সেটে সার্বিয়ান তারকাকে ৬-৪ গেমে হারিয়ে আবারও ২-২ সেটে সমতায় ফেরেন।
শিরোপা নির্ধারণী পঞ্চম সেটটা পরিণত হয় শক্তিমত্তা প্রদর্শনের এক মঞ্চ। ফাইনালের ঝাঁজটা যেন পুরো স্টেডিয়ামে ছড়িয়ে পড়ে। গেমে পয়েন্ট নিতে ঘাম ঝরিয়েছেন দু’জনই। একবার ফেদেরার তো অন্যবার জেকোভিচ। ৬-৬ গেমে পৌঁছালে সেট আবারও গড়ায় টাইব্রেকারে।
কিন্তু টাইব্রেকারটাও যেন পরিণত হয় আরেকটি সেটে। দুই অভিজ্ঞ’র লড়াই যেন হেয়ে ওঠে রবীন্দ্রনাথের উপাখ্যান ‘শেষ হয়েও হইলো না শেষ’। ১৩-১২ গেমের এক চোখ ধাঁধানো সেটে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে টানা দ্বিতীয়বারের মতো উইম্বলডনের শিরোপ ঘরে তোলেন জোকোভিচ।
এটি জোকোভিচের পঞ্চম উইম্বলডন শিরোপা। অার তার ক্যারিয়ারে ১৬তম গ্রান্ড স্ল্যাম ট্রফি জয়। রেকর্ড সর্বোচ্চ ২০টি গ্রান্ড স্ল্যাম জয়ী ফেদেরার যিনি তার ২১তম শিরোপাটি হাতছাড়া করেছেন।
বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
আরএআর/এমএমএস