ইউএস ওপেনে এর আগে কখনো মুখোমুখি হননি এই দুই তারকা। গত বছর ছয়বারের ইউএস জয়ী সেরেনা ফাইনালে হেরে যান জাপানি কন্যা নাওমি ওসাকার কাছে।
২০১৬ সালে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের লড়াই অস্ট্রেলিয়ান ওপেনে ডোপ টেস্টে পজিটিভ হন চারটি গ্র্যান্ড স্ল্যামের মালিক শারাপোভা। যার ফলে রুশ সুন্দরীর কপালে জুটে দুই বছরের নিষেধাজ্ঞা। অবশ্য কর্তৃপক্ষ পরে নিষেধাজ্ঞা শিথিল করায় ২০১৭ সালের এপ্রিলে ডব্লিউটিএ ট্যুর দিয়ে কোর্টে প্রত্যাবর্তন ঘটে ৩২ বছর বয়সী শারাপোভার। কিন্তু সাবেক নাম্বার ওয়ান তার হারানো ফর্ম ফিরে পাননি এখনো।
ক্যারিয়ারে মাত্র একবার ইউএস ওপেনজয়ী শারাপোভা র্যাংকিংয়ে ৮৭ নাম্বারে থেকে মুখোমুখি হবেন সেরেনার। সাবেক নাম্বার ওয়ান সেরেনা সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে আছেন অষ্টম স্থানে। গ্র্যান্ড স্ল্যামের লড়াইয়ে কখনো মার্কিন কৃষ্ণকলিকে হারাতে পারেননি শারাপোভো।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
ইউবি/এমএমএস