আর্থার অ্যাশ স্টেডিয়ামের লড়াইয়ে পাঁচবারের ইউএস ওপেন জয়ী সুইস তারকা জিতেছেন ৩-১ সেটে। প্রথম সেটে ৩-৬ গেমে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ফেদেরার বাকি তিন সেট জিতেন ৬-২, ৬-৩, ৬-৪ গেমে।
শুরুতে নিজের সাধ্যমতো খেলতে পারছিলেন না সাবেক নাম্বার ওয়ান ফেদেরার। ৯৯তম বাছাই জুমহুরের মতো তারকার বিপক্ষে প্রথম সেটে ১৭টি আনফোর্সড ভুল করেন এই তিন নাম্বার বাছাই। অবশ্য পরের সেটেই স্বরূপে ফিরেন ৩৮ বছর বয়সী তারকা।
অন্যদিকে কাঁধে চোট পাওয়ায় কোর্টে তিনবার চিকিৎসা নিতে হয় জোকোভিচকে। কিন্তু তাতেও দমে যাননি এই শীর্ষ বাছাই। ৩২ বছর বয়সী সার্বিয়ান তারকা ইগনাসিওকে হারান ৬-৪, ৭-৬ (৭-৩) ও ৬-১ সেটে।
ফ্ল্যাশিং মিডোসের তৃতীয় রাউন্ডে ফেদেরার মুখোমুখি হবেন ব্রিটেনের ড্যান ইভান্স বা ফরাসি তারকা লুকাস পুয়েই’র বিপক্ষে। বুধবার (২৮ আগস্ট) ড্যান বনাম লুকাসের ম্যাচটি হওয়ার কথা থাকলেও নিউইয়র্কের বৃষ্টিতে তা ভেসে যায়। সময় পেছানোয় বৃহস্পতিবার (২৯ আগস্ট) কোর্টে নামবেন ড্যান-লুকাস।
মেয়েদের এককে তৃতীয় রাউন্ডে ওঠেছেন সেরেনা উইলিয়ামস। প্রথম সেটে হারলেও শেষ পযর্ন্ত ৫-৭, ৬-৩, ৬-১ গেমে স্বদেশি কেটি ম্যাকনালির বিপক্ষে জিতেছেন ৩৭ বছর বয়সী তারকা।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
ইউবি