দ্বিতীয় বাছাই নাদাল ৬-৪, ৭-৫ ও ৬-২ সেটে হারিয়েছেন ২০তম বাছাই আর্জেন্টিনার দিয়েগো শোয়ার্জম্যানকে। এই নিয়ে চলতি বছরের প্রত্যেকটি গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে উঠলেন ৩৩ বছর বয়সী স্প্যানিয়ার্ড।
শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ ও তৃতীয় বাছাই রজার ফেদেরার না থাকায় নিউ ইয়র্ক জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে নাদাল। কারণ বাকি যে তিন তারকা শেষ চারে উঠেছেন তার মধ্যে আগে কেউ গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলেনি।
সেমিতে নাদালের প্রতিপক্ষ ২৪তম বাছাই মার্কো ভেরাত্তিনি। ইতালিয়ান তারকা ভেরাত্তিনি কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন ফ্রান্সের গায়েল মনফিলসকে। আরেক সেমিতে ফেদেরারকে হারানো গ্রিগর দিমিত্রিভ খেলবেন দানিল মেদভেদভের বিপক্ষে।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
ইউবি/এমএমএস