এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ বিমান বাহিনীকে ৬-৩ গোলে হারিয়েছে সোনালী ব্যাংক।
বিকেএসপির হয়ে গোল করেন দেবাশিষ কুমার রায় ১৩ মিনিট (ফিল্ড গোল), ২১ মিনিট (ফিল্ড গোল), শাহেদুর রহমান ২৭ মিনিট (ফিল্ড গোল), রাকিবুল হাসান ৩৩ মিনিট (পিসি), ৫৩ মিনিট (ফিল্ড গোল), জাহিদ হোসেন ৩৮ মিনিট (ফিল্ড গোল), ওবায়দুল হোসেন ৪৩ মিনিট (পিসি), আমিরুল ইসলাম ৫৫ মিনিট (পিসি)।
বাংলাদেশ পুলিশের একমাত্র গোলটি করেন জাহিদ হোসেন। ২৩ মিনিটের মাথায় তিনি ফিল্ড গোল করেন।
এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে সোনালী ব্যাংক ৬-৩ গোলে হারায় বাংলাদেশ বিমান বাহিনীকে। সোনালী ব্যাংকের হয়ে প্রথম মিনিটে গোল করেন মাহবুব হোসেন। এরপর ম্যাচের ২১, ৪৮ ও ৫১ মিনিটের আরও তিনটি গোল করেন তিনি। ২৯ মিনিটের মাথায় রাজীব দাস এবং ৪৬ মিনিটের মাথায় প্রিন্স লাল গোল করেন।
বিমান বাহিনীর হয়ে ম্যাচের সপ্তম আর ২৮তম মিনিটে গোল করেন সজীব হোসেন। এছাড়া, ম্যাচের ৫২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন রাজু আহমেদ।
আগামী ১২ ডিসেম্বর প্রথম ম্যাচে দুপুর একটায় মুখোমুখি হবে বাংলাদেশ নৌ বাহিনী-বাংলাদেশ বিমান বাহিনী। আর দ্বিতীয় ম্যাচে দুপুর তিনটায় মুখোমুখি হবে বাংলাদেশ সেনা বাহিনী-বিকেএসপি।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
এমআরপি