ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

টাইব্রেকারে জিতে শেষ ষোলোয় ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
টাইব্রেকারে জিতে শেষ ষোলোয় ফেদেরার রজার ফেদেরার-ছবি: সংগৃহীত

জন মিলম্যানের বিপক্ষে জিততে রীতিমত ঘাম ঝরাতে হলো তৃতীয় বাছাই রজার ফেদেরারকে। শুরুতে তো পিছিয়েই পড়েছিলেন। পরে ঘুরে দাঁড়ালেও খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেও কঠিন লড়াইয়ের পর অবশেষে চতুর্থ রাউন্ডের টিকিট পেয়েছেন সুইস কিংবদন্তি।

অস্ট্রেলিয়ান ওপেনে নিজের ১০০তম জয় তুলে নেওয়ার পথে র‍্যাংকিংয়ে অনেক পিছিয়ে থাকা মিলম্যানের কাছে প্রথম সেট হেরে যান ফেদেরার। তবে ৪ ঘণ্টা ৩ মিনিটের লড়াই শেষে ষষ্ঠবারের চ্যাম্পিয়নের জয় আসে ৪-৬, ৭-৬ (২), ৬-৪, ৪-৬, ৭-৬ (৮) সেটে।

টাইব্রেকারে এক পর্যায়ে ৮-৪ ব্যবধানে পিছিয়ে থাকা ফেদেরার শেষ পর্যন্ত টানা ছয় পয়েন্ট নিয়ে বিজয়ীর হাসি হাসেন। তবে পুরো গ্যালারি তখন লড়াকু মিলম্যানকে তুমুল হাততালিতে অভিনন্দন জানাচ্ছে। এমনকি ম্যাচ শেষে ফেদেরার নিজেও বলেছেন, এই অভিনন্দন মিলম্যানের প্রাপ্য।

শেষ ষোলোয় ৩৮ বছর ফেদেরারের প্রতিপক্ষ হাঙ্গেরির মার্টন ফুচচোভিচ।

এর আগে দাপুটে জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। জাপানের ইয়োশিহিতো নিশিওকাকে ৬-৩, ৬-২ ও ৬-২ গেমে হারাতে সার্বিয়ান তারকা সময় নেন মাত্র ৮৫ মিনিট।

অস্ট্রেলিয়ান ওপেনের গত আসরের চ্যাম্পিয়ন জোকোভিচ পরের ম্যাচে মুখোমুখি হবেন ১৪তম বাছাই আর্জেন্টিনার দিয়েগো শোয়াৎর্জম্যানের বিপক্ষে।

এর আগে নারী এককে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাওমি ওসাকাকে সরাসরি সেটে হারিয়েছেন ১৫ বছরের কোকো। আর তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ৩৮ বছর বয়সী কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তাকে হারিয়ে চতুর্থ রাউন্ডে পা রেখেছেন শীর্ষ বাছাই বার্টি। আর তৃতীয় রাউন্ডে হার দিয়ে চিত্তাকর্ষক ক্যারিয়ারের হতাশাজনক ইতি টেনেছেন সাবেক নাম্বার ওয়ান ক্যারোলিন ওজনিয়াকি।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ