তবে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছেন, করোনা ভাইরাস উদ্বিগ্নতায় বিভিন্ন ক্রীড়া ইভেন্ট স্থগিত হলেও জুলাইয়ের পরিকল্পনা অনুযায়ী টোকিও অলিম্পিক হবে।
তিনি আরও জানান, টোকিও অলিম্পিক-২০২০ হবে কিনা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) তা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
আবে বলেন, ‘করোনা ভাইরাসে সংক্রমণ ছড়ানো রোধ করে পরিকল্পনা অনুযায়ী, আমরা কোনো সমস্যা ছাড়াই অলিম্পিক আয়োজন করবো। ’
জাপানে ইতোমধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ১৪০০ জনেরও বেশি, মারা গেছে ২৮ জন।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
ইউবি/এমএমএস