শুক্রবার (২৭ মার্চ) এই বিপুল অঙ্কের অর্থ দানের পর স্পেনের মারবেল্লার দক্ষিণ স্প্যানিশ সিটি থেকে এক ভিডিও কনফারেন্সে কথা বলেন তিনি। জোকোভিচ বলেন, ‘আমাদের এই দান জীবন বাঁচানোর জন্য কৃত্রিম শ্বসন যন্ত্র এবং অন্যান্য সেনিটারি উপকরণ কেনার জন্য।
করোনার কারণে ফুটবল-ক্রিকেটের মতো জনপ্রিয় ক্রীড়ার পাশাপাশি ০৭ জুন পযর্ন্ত স্থগিত হয়ে গেছে পুরুষদের টেনিসের এটিপি এবং নারীদের ডব্লিউটিএ ট্যুরস। স্থগিত হয়েছে ফ্রেঞ্চ ওপেনও। উইম্বলডনও স্থগিত হওয়ার সম্ভাবনা আছে। যার কারণে কোর্টের বাইরে থাকা ৩২ বছর বয়সী তারকা আপাতত পরিবার নিয়ে স্পেনে আছেন।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
ইউবি