বুধবার (৬ মে) জাতীয় ক্রীড়া পরিষদে এক সভায় প্রাথমিকভাবে ২৭ ফেডারেশনের এক হাজার ক্রীড়াবিদকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে সিদ্ধান্ত হয়েছে।
সভাশেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘পুরো বিশ্ব আজ স্থবির।
‘প্রধানমন্ত্রী বলেছেন তিনি আমাদের সহযোগিতা করবেন এবং কয়েকজনকে বলে দেবেন যারা খেলোয়াড়দের মানবিক সহযোগিতার জন্য এগিয়ে আসেন। সেইসঙ্গে সরকারের পক্ষ থেকে আমরা সহায়তা করবো। যৌথভাবে আমরা অসহায় ক্রীড়াবিদদের জন্য বরাদ্দ দেওয়ার চেষ্টায় আছি। ’
প্রতিমন্ত্রী বলেন, মানবিক সহায়তাগুলো কয়েক স্তরের দেওয়ার চিন্তা করছি। প্রথম ধাপে আমরা বিভিন্ন ফেডারেশন থেকে প্রায় এক হাজার অসহায় ক্রীড়াবিদকে সহায়তা দেবো। প্রথম ধাপে ২৭ ফেডারেশন থেকে যাদের সহায়তা না দিলেই নয় তাদের তালিকা আনছি। প্রত্যেককে আমরা ১০ হাজার টাকা করে দেওয়ার চিন্তাভাবনা করছি।
তিনি আরও জানান, বিভিন্ন ক্ষেত্রে সম্মানি ভাতা থাকলেও ক্রীড়াঙ্গনে না থাকায় এটি চালু করতে উদ্যোগ নিয়ে অনলাইনে আবেদনও চেয়েছিলাম। কিন্তু করোনা ভাইরাসের কারণে স্থগিত করেছি। ঈদের পর আমরা ওই সহায়তাও দিতে পারবো। ৬৪ জেলাকে আমরা চিঠি দিচ্ছি। করোনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতিমাসে ২ হাজার টাকা করে এককালীন ২৪ হাজার টাকা দেব। তাতে ক্রীড়াবিদরা কিছুটা হলেও উপকৃত হবেন।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মে ০৬, ২০২০
এমআইএইচ/ওএইচ/