ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

আত্মসমর্পণ করলেন ডাকাতির দায়ে অভিযুক্ত সেই দুই খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, মে ১৭, ২০২০
আত্মসমর্পণ করলেন ডাকাতির দায়ে অভিযুক্ত সেই দুই খেলোয়াড় ডিনড্রে বাকের ও কুইন্টন ডানবার

অবশেষে ফ্লোরিডার পুলিশের হাতে আত্মসমর্পণ করেছেন ডিনড্রে বাকের ও কুইন্টন ডানবার। এ দুই এনএফএল (ন্যাশনাল ফুটবল লিগ) খেলোয়াড়ের নামে এক ঘরোয়া পার্টিতে অস্ত্রের ভয় দেখিয়ে অতিথিদের নগদ অর্থ ও দামি হাতঘড়ি নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ ছিল। 

এরপরই পুলিশ তাদের খুঁজতে শুরু করে। এ দুই তারকাকে খুঁজতে মিরারাম পুলিশ এনএফএল কর্তৃপক্ষ এবং অভিযুক্ত একজনের আইনজীবির সঙ্গে যোগাযোগ করে।

এমনকি মিরারামের পুলিশ নিজেদের অফিসিয়াল টুইটারে দুই অভিযুক্তের ছবি পোস্ট করে তাদের অপরাধের বর্ণনা দিয়ে টুইটও করে।  

দুই অভিযুক্তের একজন ডিনড্রে বাকের খেলেন এনএফএলের ক্লাব নিউ ইয়র্ক জায়ান্টসের হয়ে। অন্যজন কুইন্টন ডানবার হলেন সিয়াটল সীহক্সের তারকা। এনএফএল হলো পেশাদার আমেরিকান ফুটবল লিগ। মূলত এটি আমেরিকান রাগবি নামেও পরিচিত।

তাদের লুটকৃত নগদ অর্থের পরিমাণ হলো ১২ হাজার মার্কিন ডলার বা ৯ হাজার ৮৫০ পাউন্ড। অর্থের পাশাপাশি দামি হাতঘড়িও ছিনিয়ে নিয়েছেন তারা। যার আর্থিক মূল্য ২৫ হাজার মার্কিন ডলার।  

পুলিশের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী, এক ঘরোয়া পার্টিতে অতিথিরা কার্ড এবং ভিডিও গেমস নিয়ে বাক-বিতণ্ডা শুরু করেন। এ সময় বাকের এবং ডানবার অস্ত্র বের করে ডাকাতি শুরু করেন। তাদের সঙ্গে অস্ত্র নিয়ে লাল মুখোশ পরে যোগ দেন আরেক ব্যক্তি। অস্ত্রের ভয় দেখিয়ে তারা অতিথিদের এক কোণে ঠেলে দিয়ে সবার পকেড় হাতড়ে ডাকাতি শুরু করেন এবং দামি হাতঘড়ি খুলে নেন। ডাকাতি শেষে তিনজনই নিজেদের মার্সিডিজ বেঞ্চ, ল্যাম্বরগিনি এবং বিএমডব্লিউ নিয়ে আলাদা আলাদাভাবে পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, মে ১৭, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ