ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

থাইল্যান্ড

স্পেনে ইসলামি শিক্ষা কোর্সের পুরস্কার বিতরণ

লোকমান হোসেন, স্পেন থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
স্পেনে ইসলামি শিক্ষা কোর্সের পুরস্কার বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

স্পেন: স্পেনের বার্সেলোনায় বাংলাদেশিদের পরিচালনায় স্থানীয় শাহজালাল জামে মসজিদে ইসলামিক শিক্ষা কোর্স-২০১৫’র পুরস্কার বিতরণ করা হয়েছে।

গত আগস্ট মাসব্যাপী বার্সেলোনার বাঙালি মুসলিম শিশু-কিশোরদের ইসলাম ধর্ম সম্পর্কে ধারণা ও ইসলামি শিক্ষা দানের জন্য শাহজালাল জামে মসজিদ কর্তৃপক্ষ এ প্রশিক্ষণের আয়োজন করে।

দেড় শতাধিক শিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশ নেয়।

মসজিদ পরিচালনা কমিটির সার্বিক তত্ত্বাবধানে এ কোর্স সম্পন্ন হয়।

বাংলাদেশ কোলতোরাল অ্যাসোসিয়েশন ও শাহজালাল জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সুরুজ্জামান পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, শাহজালাল জামে মসজিদের ইমাম হাফিজ বশির আহমেদ, প্রবাসী বাঙালি মুসুল্লি মো. সালেহ আহমেদ, লুৎফুর রহমান সুমন, আব্দুল জাব্বার, আব্দুল মান্নান, আব্দুল ওয়াহিদ, আবু ইউসুফ, মনোয়ার পাশা, ফারুক মিয়া, জুনাব আলী, ফারুক আহমেদ, আজমল হোসেন, আব্দুল মতিন, নুনু মিয়া, আবুল বাশার, আখতার হোসাইন, শামসুল ইসলাম প্রমুখ ।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
টিআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

থাইল্যান্ড এর সর্বশেষ