ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

নেপাল ভ্রমণের যতো প্যাকেজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
নেপাল ভ্রমণের যতো প্যাকেজ ছবি: পিয়াস-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের পর্যটকদেরও অাগ্রহ এখন নেপালে। তাইতো ঢাকা ট্রাভেল মার্টে ট্যুর অপারেটরদের অন্যতম অাকর্ষণীয় প্যকেজ করা হয়েছে নেপালকে ঘিরে।

 

এভারেস্ট মিরকেল ট্রাভেল অ্যান্ড ট্যুরস মেলায় এনেছে নেপাল ভ্রমণের বেশ কিছু অাকর্ষণীয় প্যকেজ। কোম্পানির অপারেশন ডাইরেক্টর ভারত জুং পান্ডে বলেন, সর্বনিম্ন ২৩০ ডলার বা ১৮ হাজার ৪০০ টাকায় আমরা কাঠমান্ডু প্যাকেজ দিচ্ছি। ৩ রাত ৪ দিনের এই ট্রিপে বাজেট হোটেলে রাখা হবে। এক্ষেত্রে সর্বোচ্চ ৫ তারকা হোটেলে আবাসন হলে প্যকেজের মূল্য পড়বে ৩৯০ ডলার বা ৩১ হাজার টাকা।

হোটেলের মানভেদে ৩ রাত ৪ দিনের কাঠমান্ডু, নাগরকোট ভ্রমনের প্যকেজ মূল্য ২০ হাজার টাকা থেকে ৩২ হাজার টাকা। সঙ্গে পোখারা যোগ করলে ৪ রাত ৫ দিনের প্যকেজ মূল্য হবে হোটেলের মান ভেদে ২৯ হাজার টাকা থেকে ৪২ হাজার টাকা। এসব প্যকেজে কাঠমান্ডু যাওয়া আসার বিমান ভাড়া, সকালের নাস্তা এবং ঘুরে দেখানো অর্ন্তভুক্ত। এর সঙ্গে ১৪ হাজার টাকা যোগ করলে উড়োজাহাজে এভারেস্ট ঘুরে দেখানো হবে।

অাইকন হলিডেজ দিচ্ছে কাঠমান্ডু ভ্রমণের বিশেষ প্যাকেজ। কোম্পানির হেড অব সেলস অারিফুল ইসলাম জানান, ৩ দিন ২ রাতের এ প্যকেজের মূল্য ২৩ হাজার টাকা। এর অন্তর্ভুক্ত থাকবে এয়ারপোর্ট পিক-আপ এবং ড্রপ ও সকালের নাস্তা। এছাড়াও পরামর্শ দিয়ে সাহায্য করবে এই প্রতিষ্ঠানটি। সকল ধরনের ট্যাক্স এ প্যকেজের অন্তর্ভুক্ত।
আগামী ১৫ মে থেকে ঢাকা-কাঠমান্ডু রুটে যাত্রা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ১৭ হাজার ৬৬২ টাকায় রাউন্ড ট্রিপ সেবা দেবে এয়ারলাইন্সটি। ইউএস-বাংলা কাঠমান্ডু ও পোখারায় ৬ দিন ৫ রাতের প্যাকেজ দিচ্ছে ৩৮ হাজার ৭০০ টাকায়, নাগরকোটে ৩ দিন ২ রাত ২৭ হাজার ৫০০ টাকার প্যাকেজ।

লেক্সাস হলিডেজ ২৭ হাজার টাকায় কাঠমান্ডু ও নাগরকোটে দিচ্ছে ভ্রমণের সুযোগ। ২ তারকা হোটেলের এই প্যাকেজে থাকবে ভেলি ভিউ। ৫ তারকা হোটেলে থাকতে চাইলে এ প্যকেজের মূল্য পড়বে ৪৩ হাজার টাকা।

লেক্সাস হলিডেজের প্রধান নির্বাহী কর্মকর্তা অজিত কুমার সাহা জানান, কাঠমান্ডু পোখারা প্যকেজের ৫ দিন ৪ রাতের প্যাকেজের মূল্য ৩৪ হাজার টাকা থেকে ৪৪ হাজার ৫০০ টাকা পর্যন্ত। সঙ্গে পোখারা যোগ করলে এ খরচ পড়বে ৩৯ হাজার টাকা থেকে শুরু করে ৫১ হাজার টাকা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
এমএন/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।