ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বাণিজ্যমেলা

দর্শনার্থী বাড়ছে বাণিজ্য মেলায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৪
দর্শনার্থী বাড়ছে বাণিজ্য মেলায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেলা প্রাঙ্গণ থেকে: ১৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দ্বিতীয় দিন দর্শনার্থীদের ভিড় বাড়ছে।
 
রোববার সকাল থেকে মেলা প্রাঙ্গণে তেমন দর্শনার্থী না থাকলেও বিকেল থেকে বাড়তে থাকে লোকসমাগম।

তবে এখনো পুরোপুরি জমে ওঠেনি বাণিজ্য মেলা।

এদিকে, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচি থাকায় লোকসমাগম কম বলে মনে করছেন আয়োজকরা।
 
ধানমন্ডি থেকে মেলায় ঘুরতে আসা সামিহা জামান বাংলানিউজকে জানান, সকালে ঘরে কাজ থাকায় বিকেলে মেলায় আসতে হয়েছে। কিন্তু অনেক প্যাভিলিয়নের কাজ শেষ না হওয়ায় মেলায় ঘুরে তেমন মজা পাওয়া যাচ্ছে ‍না।

তবে শিগগিরই মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের পদচারণায় ‍মুখরিত হয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 
এদিকে, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সদস্য সচিব বিকর্ন কুমার ঘোষ বাংলানিউজকে জানান, প্রথম দিকে মেলায় লোক সমাগম একটু কমই থাকে। এছাড়া দেশব্যাপী অবরোধ থাকায় মানুষ বাইরে বের হতে সাহস পাচ্ছে না। আশা করি, দুই একদিনের মধ্যেই মেলায় লোকসমাগম আরো বাড়বে।
 
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৪
সম্পাদনা: মিলিতা বাড়ৈ ও আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।