ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বাণিজ্যমেলা

দুপুরের পর দর্শনার্থী বাড়ছে বাণিজ্য মেলায়

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৪
দুপুরের পর দর্শনার্থী বাড়ছে বাণিজ্য মেলায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেলা প্রাঙ্গন থেকে: মেলার ষষ্ঠ দিন বৃহস্পতিবার। সকালের দিকে মেলায় দর্শনার্থী না আসলেও দুপুরের পর ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থী বাড়তে শুরু করেছে।


 
সকালের দিকে মেলার অনেক স্টল বন্ধ থাকে। আসে না ভ্রাম্যমান ব্যবসায়ীরা। এ ধারণায় দুপুরের পরই মেলায় আসতে স্বাচ্ছ্যন্দবোধ করে দর্শনার্থীরা।  

মেলায় আসা গাবতলীর পাথর ব্যবসায়ী মো. নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, এসেছেন বেলা সাড়ে তিনটার দিকে। সকালে না এসে এই সময় আসার কারণ জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।

সকাল থেকে দুপুর পর্যন্ত হাতে গুনা কয়েকজন দর্শনার্থী আসলেও বেলা বাড়ার সঙ্গে ক্রমেই বেড়ে চলেছে দর্শনার্থীর সংখ্যা।

বাণিজ্য মেলায় শার্প ইলেকট্রনিক্স-এর প্যাভিলিয়ন ইনচার্জ জাহিদ হোসেন বাংলানিউজকে বলেন, সকালে দর্শনার্থী কম ছিল। দুপুরের পর থেকে ক্রমেই বাড়তে শুরু করেছে।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রতি বছর ১ জানুয়ারি থেকে শুরু হলেও এবছর নির্বাচন ও রাজনৈতিক সহিংসতার কারণে পেছানো হয় ১০ দিন। ১১ জানুয়ারি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৪
সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।