ঢাকা, সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬

বাণিজ্যমেলা

ফের দর্শনার্থী খরা বাণিজ্যমেলায়

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৪
ফের দর্শনার্থী খরা বাণিজ্যমেলায়

মেলা প্রাঙ্গণ থেকে: টানা দুই ছুটির দিনে ক্রেতা-দর্শনার্থীপূর্ণ থাকার পর আবারও দর্শনার্থী-খরা দেখা দিয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায়।
 
রোবাবার সকাল থেকে দুপুর পর্যন্ত খুব একটা দর্শনার্থী চোখে পড়েনি মেলা প্রাঙ্গণে।

মেলায় অংশ নেওয়া প্যাভিলিয়ন ও স্টলগুলোতেও কোনো ভিড় লক্ষ্য করা যায় নি।

এরই মধ্যে বিদায়ের সুর বাজছে মেলায়। সোমবারই বাণিজ্যমেলার সমাপ্তি ঘটছে। অন্তত শেষ সময়ে ক্রেতা-দর্শনার্থীপূর্ণ থাকার কথা থাকলেও দর্শনার্থী খরায় হতাশ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। প্রত্যাশা অনুযায়ী ক্রেতা দর্শনার্থী না পাওয়ায় বরাবরের মতো হতাশাই ঝরে পড়ে স্টলের কর্মকর্তাদের কণ্ঠে।

নোহার বিক্রয় ব্যবস্থাপক ঈশ্বর বাংলানিউজকে বলেন, এবারে মেলায় লোকসানে থাকতে হবে। শুরু থেকেই মেলায় ক্রেতা-দর্শনার্থী অনেক কম। প্রথম দিকে ধারণা ছিলো, শেষ দিনগুলোতে বিক্রি ভালো হবে। কিন্তু মেলা শেষ হতে রোববার নিয়ে দু’দিন বাকি। তারপরও ক্রেতা নেই। ছুটির দিন হওয়ায় গত দুই দিন (শুক্রবার ও শনিবার) কিছুটা বিক্রি হয়েছে। আজ (রোববার) আগের মতো অবস্থা। ক্রেতা নেই বললেই চলে।
 
নাদিয়া ফার্নিচারের এক্সিকিউটিভ মার্কেটিং কর্মকর্তা সুমন পারভেজ বলেন, প্রথম থেকেই ছুটির দিনগুলো ছাড়া বিক্রির পরিমাণ খুব বেশি ভালো নয়। রাজনৈতিক অস্থিরতার কারণে প্রথম দিকে ভেবেছিলাম শেষ সময়ে বিক্রি ভালো হবে। শেষ সময়ে এসেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয় নি।
 
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, ঘুরতে আসা দর্শনার্থীদের একটি বড় অংশই বিভিন্ন স্কুল- কলেজের শিক্ষার্থী। কেউ স্কুল ছুটির পর আবার কেউ স্কুল শুরু আগে মেলায় এসেছেন কেবলই সময় কাটাতে।

দল বেঁধে মেলায় ঘুরতে আসা স্কুল শিক্ষার্থী আকরাম বাংলানিউজকে বলেন, স্কুল ছুটির পর বন্ধুরা মেলায় ঘুরতে এসেছি।

আরেক শিক্ষার্থী আফরোজা বলেন, মাঝে মধ্যেই মেলায় ঘুরতে আসি। তবে, বিকেলের আগেই বাসায় চলে যাবো।
 
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।