ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

বাণিজ্যমেলা

বাণিজ্যমেলায় সিল্ক কার্পেট লাখ টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
বাণিজ্যমেলায় সিল্ক কার্পেট লাখ টাকা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশি-বিদেশি নানা প্রতিষ্ঠান নিয়ে এসেছে কার্পেটের সমাহার- ছবি: দীপু মালাকার

ঢাকা: ঘরের মেঝে সাজাতে কার্পেটের ঐতিহ্য ভারতীয় উপমহাদেশে পুরনো। তবে কেউ যদি ঘরের মেঝে সাজাতে সিল্কের কার্পেট ব্যবহার করতে চান, তাহলে খরচ পড়বে লাখ টাকা। লাখ টাকার এ সিল্কের কার্পেটের দেখা মিলবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়।

শুক্রবার (০৬ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলানগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখা যায়, দেশি-বিদেশি নানা প্রতিষ্ঠান নিয়ে এসেছে কার্পেটের সমাহার। এর মধ্যে সিল্কের কার্পেট নজর কেড়েছে বেশি।

ইন্ডিয়ান কার্পেট ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম বাংলানিউজকে বলেন, কাশ্মীরি সিল্কের সুনাম রয়েছে পৃথিবীজোড়া। সিল্কের শুধু গায়ের চাদর বা শাড়িই হয় না, কার্পেটও হয়। এসব সিল্কের কার্পেটের দাম নির্ভর করছে সাইজের ওপর। সবচেয়ে বড় সাইজের সিল্কের কার্পেটের খরচ পড়বে এক লাখ ৮ হাজার টাকা থেকে দুই লাখ টাকা। এছাড়া অন্যান্য সাইজের কার্পেট ১০ হাজার টাকা থেকে লাখ টাকা হবে।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশি-বিদেশি নানা প্রতিষ্ঠান নিয়ে এসেছে কার্পেটের সমাহার- ছবি: দীপু মালাকার
দেশীয় কার্পেট ব্যবসায়ী মোতালেব বলেন, বাজারে সুতি ও পলিয়েস্টারসহ ১০ ধরনের কার্পেট পাওয়া যায়। এসব কার্পেটের দাম দুই হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত হবে। নানা সাইজে এসব কার্পেট তৈরি হয়।

শুধু তাই নয়, ক্রেতারা অর্ডার দিলে সে অনুযায়ীও কার্পেট তৈরি করে দেওয়া সম্ভব। তবে ক্রেতাদের পছন্দের তালিকায় কালারফুল কার্পেট এগিয়ে রয়েছে বলেও জানান তিনি।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশি-বিদেশি নানা প্রতিষ্ঠান নিয়ে এসেছে কার্পেটের সমাহার- ছবি: দীপু মালাকার
ক্রেতা মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, ঘর সাজানোর ক্ষেত্রে কালারফুল জিনিস হলে বেশি ভালো হয়। আর কার্পেট সবার ঘরে থাকে না। এটি একটু সম্ভ্রান্ত পরিবারেই বেশি ব্যবহার করে থাকেন। কার্পেট কেনার ক্ষেত্রে মানুষ দামের তুলনায় গুণাগুণটাই বেশি দেখেন। কারণ, কার্পেটতো আর প্রতি বছর কেনা হয় না।

রাজধানীর শেরেবাংলা নগরে ১ জানুয়ারি (রোববার) শুরু হওয়া ২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। মেলায় বিভিন্ন দেশের স্টল রয়েছে। যেখানে ক্রেতা বা ভোক্তারা তাদের পছন্দ অনুসারে দেশি-বিদেশি পণ্য কিনতে পারছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
ইউএম/জিপি/এএসআর

** ছুটির দিনে সকালেই জমজমাট বাণিজ্য মেলা
** রান্নাঘরের ৫ হাজার আইটেম বাণিজ্য মেলায়
** খাবারের গলাকাটা দাম এড়াচ্ছেন দর্শনার্থীরা
** বাণিজ্য মেলায় শিশুদের জন্য ‘অদ্ভুত মাপজোক’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।