বুধবার (১১ জানুয়ারি) বিকেলে মেলায় ব্লেজারের স্টলগুলোতে ক্রেতাদের ভিড় দেখা যায়।
এছাড়া মেলা উপলক্ষে ব্লেজারের ওপর দেওয়া হয়েছে বিভিন্ন অফার।
ফিট এলিগেন্স স্টলে ব্লেজার দেখছেন ব্যবসায়ী সেজান আহমেদ। তিনি বাংলানিউজকে বলেন, মেলায় ব্লেজারের কয়েকটি দোকান ঘুরে দেখলাম। সব দোকানেই প্রায় একই মূল্যে ব্লেজার বিক্রি হচ্ছে। তবে ফিট এলিগেন্সের ব্লেজার ভালো বলে এখানে আসা। এছাড়া এখানে একদামে ব্লেজার বিক্রি করা হচ্ছে।
মেলার ১১৫ নম্বর স্টলের সুমাইয়া ফ্যাশনে একদামে বিক্রি হচ্ছে ব্লেজার। এখানে ১৬শ’ টাকায় ব্লেজার পাওয়া যাচ্ছে। এছাড়া বাচ্চাদের ১৪শ’ টাকা ও মোদী ব্লেজার ১২শ’ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রির বিষয়ে সুমাইয়া ফ্যাশনের কর্মচারী মো. মিরাজ বাংলানিউজকে বলেন, মেলার শুরুর চেয়ে এখন বেচা কেনা ভালো। স্বল্পদামে বাহারি ডিজাইনের ব্লেজার ক্রেতাদের নজর কাড়ছে। তবে শুধু দেশি কাপড়ের তৈরি ব্লেজার নয় বিদেশি কাপড়ের তৈরি ব্লেজারের প্রতিও ক্রেতাদের আকর্ষণ রয়েছে।
ব্লেজার সম্পর্কে ফিট এলিগেন্সের ম্যানেজার গোলাম রাব্বানী বলেন, তাদের স্টলে সবসময় ক্রেতাদের ভিড় লেগেই থাকে। একদাম ২৬শ’ টাকায় ব্লেজার বিক্রি করছেন। এছাড়া তাদের স্টলে পলিস্টার, পলিউল ও কটনের ব্লেজার পাওয়া যাচ্ছে।
ব্লেজারগুলো পাঁচ বাটন হ্যান্ডস্টিচ, এমব্রয়ডারি, হাতের কাজ করা, বাটনলেস, এক বাটন, জ্যাকেট টাইপ, টপসিন, বেনকলার, শার্ট কলারসহ বিভিন্ন ডিজাইনে শোভা পাচ্ছে।
এছাড়া প্রতিটি স্যুটের ওপর অন্যান্য সময়ের তুলনায় ১ হাজার টাকা ছাড় দেওয়া হয়েছে জানিয়ে ম্যানেজার বলেন, প্যান্টসহ কমপ্লিট স্যুট ৩ হাজার ৫শ’ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া প্যান্ট পিস ৯শ’ ও ব্লেজারের কাপড় ২ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১১,২০১৭
এসজে/জেডএস